যশোর সরকারি কলেজ

যশোর সরকারি কলেজ

শুরুতে সবাইকে জানাই আন্তরিক শুভচ্ছো ও অভিনন্দন। ভৈরব নদের কলোতানে মুখরতি বারান্দিপাড়া ব্রিজের উত্তর পাশে শেখহাটি বাবলাতলার প্রাকৃতিক সোন্দার্যে শোভিত যশোরের ঐতিহ্যবাহী বিদ্যাপীট যমোর সরকারি কলেজ। ১৯৬৭ সালে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ‘ডিপ্লোমা-ইন-কমার্স’ কোর্স হিসেবে যাত্রা শুরু হলেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৯৮৪ সালে কোর্সটিকে যশোর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট নামে পৃথক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ২০১৬ সালে ১২ মে প্রতিষ্ঠানটিকে যশোর সরকারি কলেজ নামকরণ করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। উচ্চ মাধ্যমিক স্তরে এটি যশোরের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান যা প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি সরকারি প্রতিষ্ঠান।

যশোর সরকারি কলেজ আমাদের গর্ব। এ কলেজের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছে। কোভিড-১৯ নামক বৈশি^ক দুর্যোগের মধ্যেও কলেজের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়ন অত্র কলেজের প্রশাসন, সুযোগ্য শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দ্ব্যর্থহীনভাবে কাজ করে চলছে। এ ধারাবাহিকতা নবাগত কোমলমতি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত হয়েছে কলেজের ‘পাঠ পরিকল্পনা-২০২৩-২০২৪’। এই পাঠ-পরিকল্পনার মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ কলেজের ইতিহাস, কোর্স প্ল্যান, বিষয়, বিষয় কোড ও ছুটির তালিকাসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি জানতে পারবে।

পাঠ পরিকল্পনার মত বিশাল একটি কাজ যাঁদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় সম্পন্ন হয়েছে তাঁদের প্রতি রইল আমার অকৃত্রিম কৃতজ্ঞতা। নবাগত শিক্ষার্থীবৃন্দ এই প্রচেষ্টার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

আমাদের পাঠ্য বিষয়সমূহ

Humanities
মানবিক

আমাদের মানবিক শাখার প্রতিটি ছাত্র-ছাত্রী অনেক মেধাবি ও বুদ্ধিমান।

Business Studies
ব্যবসায় শিক্ষা

আমাদের ব্যবসায় শিক্ষা শাখার প্রতিটি ছাত্র-ছাত্রী অনেক মেধাবি ও বুদ্ধিমান।

Science
কম্পিউটার

আমাদের কম্পিউটার শাখার প্রতিটি ছাত্র-ছাত্রী অনেক মেধাবি ও বুদ্ধিমান।

JSC
অন্যান্য

আমাদের প্রতিটি শাখার ছাত্র-ছাত্রী অনেক মেধাবি ও বুদ্ধিমান।

প্রয়োজনীয় তথ্য

অধ্যক্ষের বাণী
উপাধক্ষের বাণী
অধ্যাপকবৃন্দ
এইস এস সি পরীক্ষার ফলাফল
মোট ছাত্র-ছাত্রী
0 +
বিভাগসমূহ
0
অভিজ্ঞ শিক্ষকবৃন্দ
0 +
মোট জিপিএ ৫
0 +

নোটিশ বোর্ড

01.

ছুটির নোটিশ

02.

পরীক্ষার ভর্তি কার্যক্রম

03.

ক্লাস রুটিন

আমাদের সম্মানিত অধ্যাপকবৃন্দ

আমাদের প্রতিটি অধ্যাপক খুব দক্ষ ও সহনশীল। সকলে শিক্ষাদানে প্রচুর অভিজ্ঞ। ফলে প্রতিটি অধ্যাপকরা শিক্ষার্থীদের কাছে খুব পছন্দনীয়।

শিক্ষক -০১

বাংলা

শিক্ষক -০২

ইংরেজী

শিক্ষক -০৩

অংক

শিক্ষক -০৪

কম্পিউটার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

যোগাযোগ করুন